শেখ হাসিনার কারামুক্তি দিবসে মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

10
সিলেটে শেখ হাসিনার কারামুক্তি দিবসে মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ যুবলীগ নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও সারাদেশে ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৫০টি মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে (১১ জুন) শুক্রবার হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান। মুক্তির সেই আন্দোলনের পথ ধরে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় জনগণ পরপর তিন বার রায় দিয়ে আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, শেখ হাসিনা চার বার দেশের প্রধানমন্ত্রিত্বের আসন অলংকৃত করেছেন। বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ ও দেশের অগ্রগতিকে অব্যাহাত রাখতে তিনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সু-স্বাস্থ ও দীর্ঘ্যায়ু কামনা করে সাকলের কাছে দোয়া চান।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন বিশ্বের ইতিহাসে ৫০ টি মডেল মসজিদ একসাথে নির্মাণ করে নজীর স্থাপন করেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মাহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ২৭ টি ওয়ার্ড যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি