সিলেট সিটি কর্পোরেশন ও রিকারশন ফিনটেক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

4
সিটি কর্পোরেশন ও রিকারশন ফিনটেক লিমিটেড এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

সিলেট সিটি কর্পোরেশন ও রিকারশন ফিনটেক লিমিটেরডর মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি সাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সিলেট সিটি কর্পোরেশনের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং রিকারশন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের গ্রাহকগণ রিকারশন ফিনটেক লিমিটেডের ই-ওয়ালেট ‘ক্যাশবাবা’র মাধ্যমে অতি অল্প খরচে ঘরে বসে সিলেট সিটি কর্পোরেশনের যাবতীয় বিল পরিশোধ করতে পারবেন।
এই চুক্তি সম্পাদনকালে উভয় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, ইশতিয়াক আহমদ সিদ্দীকি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী, সিসিকে আইটি কনসালটেন্ট সাদাৎ খান সায়েম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি