করোনার মতো

11

জিল্লুর রহমান পাটোয়ারী

করোনার মতো মারছে ছোবল,
কালবৈশাখী ঝড় –
ভাঙছে বাড়ি গাছগাছালি,
উড়ছে ঘরের খড়।
মানেনা সে গরীর ধনী,
সবাইকে ছোবল মারে –
করোনা আর কালবৈশাখী,
অকালে জীবন কাড়ে।
দুরুদুরু মন কাঁপে সারাক্ষণ,
ভয়ে সংশয় জাগে –
করোনার মতো কালবৈশাখী,
এলো ভীষণ রাগে।