সাইক্লোনের অনুদান প্রদান অনুষ্ঠান ॥ করোনার দুর্যোগে সকল ক্ষেত্রেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে

15
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে অনলাইনে সহায়তার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।

করোনার দুর্যোগে সকল ক্ষেত্রেই আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা-সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে এবং এই প্রেক্ষাপটে সাইক্লোনের মতো সংগঠন করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পেশাজীবীদের মধ্যে অনুদান বিতরণের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে করোনা দুর্যোগকালে সাংবাদিক, লেখক, সংগঠক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন পেশাজীবীদের মধ্যে অনলাইনে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এ কথা বলেন। আজ বুধবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদের সভাপতিত্বে ও সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুস সাদেক লিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার এবং আলোচনায় অংশ নেন দেশের প্রাচীনতম সাহিত্য সাময়িকী আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল বাতিন ফয়সল, সাংবাদিক খালেদ আহমদ, সাংবাদিক আফতাব উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি