তামাবিল মহাসড়কে সিএনজি চালিত বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

16

সিএনজি’র দাম না বাড়লেও সিলেট তামাবিল সড়কে সিএনজি চালিত বাস, মিনিবাস এ অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিএনজি চালিত কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। পরে বাসের হেল্পার কয়েকজন যাত্রীর প্রতিবাদের মুখে অতিরিক্ত ভাড়া ফেরত দেয়।
ডিজেল এর দাম বাড়ার পর সিলেট তামাবিল সড়কে বাস ভাড়া নিয়ে বাস মালিক সমিতি ও ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির যৌথ সভায় কি. মি প্রতি ১ টাকা ৮৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়। সভায় সিএনজি চালিত যানবাহনের পূর্বের ভাড়া থাকবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু শনিবার কিছু সিএনজি চালিত বাস অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকে। সিলেট ব ৩১২ নম্বর বাসে জৈন্তাপুর থেকে সিলেট এ আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এ সময় বাস যাত্রী কয়েকজন কলেজ শিক্ষক প্রতিবাদ করলে যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেয়।
জৈন্তাপুর এলাকার যাত্রীরা জানান অযৌক্তিক ভাবে সিএনজি চালিত যান বাহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে তারা আন্দোলনে নামবেন। বিজ্ঞপ্তি