জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবক নিহত

5

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর ভারতীয় সীমান্তে খাসিয়াদের গুলিতে মকবুল আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে। লাশ বাংলাদেশে এনে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ মে) সেহরীর পর পর ভারতের সান্ডাই বস্তিতে ভারতীয় মোবাইলের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে এবং বাংলাদেশী মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে চোরাকারবারী দলের সদস্যরা৷সেখান থেকে ফেরার পথে খাসিয়ার গুলিতে মকবুল আলী নিহত হন৷ সূত্র আরো জানায়, ভারতীয় সান্ডাই বস্তির খাসিয়া লাইন বন্দ থাকার কারনে চোর সন্দেহে খাসিয়ারা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে বাংলাদেশী যুবকের মৃত্যু হয়৷ এ সময় সাথে থাকা অন্যান্য বাংলাদেশীরা মকবুল আলীর লাশ ভারতের ভিতর হতে সীমান্তের জিরো লাইনে এনে রেখে তারা চলে আসে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ বাংলাদেশে এনে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।