ফাগুন এলে

22

মুহাম্মদ ইমদাদ হোসেন

কাল বসন্তে ফাগুন মাসে
প্রকৃতিতে জোয়ার আসে
সজিব তরু ডাল,
প্রেমও প্রীতির জমে খেলা
শিমুল শাখে ফুলের মেলা
কৃষ্ণচুড়ায় লাল।

ফাগুন এলে কোকিল ডাকে
নিশিরাতে গাছের শাকে
উদাস করা সুর,
ব্যকুল হৃদয় নাই যে বুঝে
প্রিয়জনের পরশ খোঁজে
চায় না যেতে দূর।

ফাগুন এলে দোলা জাগে
গরম হাওয়া গায়ে লাগে
হৃদে আসে সুখ,
ভালোবাসার পরশ মিলে
প্রেম-পিপাসু সবার দিলে
রয় না মনে দুখ।

ফাগুন এসেই চারিদিকে
সবুজ শ্যমল প্রকৃতিকে
দেয় ফিরিয়ে প্রাণ,
পুরনো লতা পাতা ঝরে
ফুলে ফুলে বাগান ভরে
ছড়ায় মিষ্টি ঘ্রাণ।

কাল বসন্ত ঋতুর রাজা
প্রকৃতি হয় সজিব তাজা
দারুন লাগে বেশ,
দেখলে মনে বীণা বাজে
নতুন বধুর রূপে সাঁজে
প্রিয় বাংলাদেশ।