ছোট্ট খোকার রোজা

12

মুহাম্মদ ইমদাদ হোসেন :

সেহরি খেতে জাগি যখন
ছোট্ট খোকা জাগে
খাবার থালা কাছে টানে
আমি নেবার আগে।

আমি যা খাই সেও খাবে
রাখবে এবার রোজা
জায়নামাজে দাঁড়াই যখন
সেও দাঁড়ায় সোজা।

দিনের বেলা খেতে দিলে
খেতে মানা করে
সারা দিনই রাখবে রোজা
এমন বায়না ধরে।

ইফতার খেতে বসি যখন
সেও বসে সাথে
মনের সুখে ইফতারি খায়
মাখিয়ে নিজ হাতে।

খোকার এমন আগ্রহটায়
ভীষণ খুশি আমি
ছোট্ট খোকার রোজা তুমি
কবুল করো স্বামী।