বাবার স্মৃতি

21

রিপলু চৌধুরী :

বাবার স্মৃতি জড়িত এই মায়ার সংসার
বাবা বলে ডাকা শব্দটি গেল ঝড়ে
১৬/৪/২১ রাত ১১.৩৫ ঘড়ির কাঁটার ঘোরে
শেষ নি:শ্বাস ত্যাগ হলো শুক্রবারে।

বাবার শরীর খারাপের খবর শুনে
ছুটে আসি বিষাদ এই মনে
বাবা নিস্তব্ধতা শ্বাস নিছেন কণে কণে
তাহা দেখে শান্তি পাইনি মনে।

বাবাকে বিছানা থেকে কুলে করে তুলে
গঙ্গা জল দেই বাবার মুখে তুলে
গঙ্গা জল পান করে পৃথিবীর মায়া গেলেন ভুল
একটি হেঁচকি মেরে নিস্তব্ধ আমার কুলে।

আত্মা চলে গেল বাবার দেহ ত্যাগ করে
পৃথিবীর সবকিছু যেন তখন অন্ধকার
ঘোরে পরিবারের সকলের কান্না রোল পরে
বাবা আমাদের ছেড়ে ছলে গেলেন পরপারে।

অন্ধকার ঘোর বিপাকে শোকের ছায়া নামে
সেই অন্ধকার পৃথিবীর স্থান আমার বুকের বামে
বাবা আর ফিরে আসবেনা এই সংসার ধামে
বাবার স্মৃতি বিচরণ প্রতি মুহূর্তে প্রতি কর্মে।

চোখ দুটি বন্ধ কিংবা খোলা রেখে
বাবাকে দেখতে পাই ভুবন জুড়ে
স্পর্শ করিতে চাইলে স্পর্শ না-ই মিলে
বাবার স্মৃতি জড়িত সংসার জুড়ে।