মদিনা মার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ব্যবসায়ীদের বিক্ষোভ

8

স্টাফ রিপোর্টার :
নগরীতে মদিনা মার্কেটের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মদিনা মার্কেট এলাকার ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। এসময় ছোট ব্যবসায়ীদের নানা উপকরণ জব্দ ও ভাঙচুর করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে মেয়র মদিনা মার্কেট এলাকা ত্যাগ করার পরপরই দুপুর ২টার দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মদিনা মার্কেট পয়েন্টে প্রতিবাদ মিছিলসহ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শণ করতে থাকেন। প্রায় ৩০ মিনিট বিক্ষোভ চলাকালে সিলেট সুনামগঞ্জে সড়কে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এরপর তারা নিজ থেকেই বিক্ষোভ-মিছিল বন্ধ করেন। মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু বলেন, সিটি কর্পোরেশন আইনত অভিযান চালাতে পারেন। তবে কিছু কিছু অভিযান হয় উদ্দেশ্যমূলক। আমরা এ জাতীয় অভিযানের বিপক্ষে। তিনি আরও জানান, বৃহস্পতিবারের বিক্ষোভে মদিনা মার্কেটের বি শ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।