হেক্সা’স গোবিন্দগঞ্জের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে গার্ডিয়ানদের সাথে মিটিং

11

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সুনামগঞ্জের ছাতকে শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে (গার্ডিয়ান মিটিং) এক সভা করেছেন হেক্সা’স কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার গোবিন্দগঞ্জস্থ রিলেশন শপিং সেন্টারের চতুর্থ তলায় হেক্সা’স এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। হেক্সা’স এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মালিক সিপন এর সভাপতিত্বে ও ফ্যাকাল্টি মেম্বার নূর মোহাম্মদ রেদুয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, হেক্সা’স এর ফ্যাকাল্টি মেম্বার মাহবুবুল হাসান, হেলাল হোসাইন, ম্যানেজার জাহিদুল হক পাপ্পু, ডেপুটি ম্যানেজার আকলিমা বেগম, ডিজাইনার অমিত মালাকার, ফ্যাকাল্টি মেম্বার রবিউল হক রাহি, কম্পিউটার অপারেটর কর্ন দাস শাওন, ফ্যাকাল্টি মেম্বার শর্মিলা দাস পুরকায়স্থ, মামুন আহমদ, ইমানী, আবুল হাসনাত সানী ও জামিলা বেগম।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য মোশাহিদ আলী, সাজনা বেগম, নিলুফা বেগম, দুলাল হালদার, দিলোয়ার হোসেন, অলক দে, পাপলু কুমার দে, জামিলা বেগম, মুজাকির হোসেন, নাজমুল ইসলাম, সোহেল রানা, সুমন, পল্টু তালুকদার, জুবায়ের আহমদ, শামীম আহমদ, আমিনা বেগম, তাহমিনা বেগম, হাবিবা বিলকিছ জোনাকি, খাদিজা বেগম, রাহিমা বেগম, আমিরুন বেগম, রুহেনা বেগম, রোকসানা বেগম, মাহবুবা জান্নাত, সাদিয়া সুলতানা রিমি, মারজাহান বেগম, লুবনা বেগম, মাজেদা আক্তার, রুশনা বেগম, নাছির উদ্দিন, জয়ন্ত তালুকদার, আখতার হোসাইন প্রমুখ।