শাল্লার ঘটনায় স্বাধীনের ৫ দিন, বাকী ২৯ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

10
শাল্লার ঘটনায় আদালতে তোলা হচ্ছে ইউপি মেম্বার শহিদুল ইসলাম ওরফে স্বাধীন ও অন্যান্যদের।

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩০ আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে ৫ দিন ও বাকি ২৯ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আবেদীন।
এর আগে ভোরে শাল্লা উপজেলার আটগাঁও গ্রামে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ নিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩৫ জন গ্রেপ্তার হলেন। তবে পুলিশ স্বাধীন ব্যাতীত অন্য কোনো আসামির নাম-পরিচয় প্রকাশ করেনি।
গত ১৬ মার্চ রাতে ফেবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের যুবকের বিরুদ্ধে। বিষয়টি ভাইরাল হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওই দিন রাতে তাকে আটক করে। এ ঘটনার জের ধরে ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করা হয়। এনিয়ে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।