আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস

5

আজ ১৪ মার্চ ( রবিবার) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। ১৯৯৭ সালে ব্রাজিলের কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে এ দিবস পালিত হয়ে আসছে।
নদীকৃত্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার দিবসটি পালনে ‘নদী ও জীবনের কথা’ শিরোনামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে নদীর ছবি আঁকা, অঙ্কিত ছবি প্রদর্শনী, বিতর্ক, নদীকেন্দ্রিক প্রকাশিত সংবাদ কাটিং প্রদর্শনী, নদী নিয়ে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা।
হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে রবিবার সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত উল্লেখিত কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৬ টায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: মোতাচ্ছিরুল ইসলাম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জমান মজুমদার। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। বিজ্ঞপ্তি