সমবেদনা

11

সাহেব মাহমুদ :

বকুল শাখায় বসে কাঁদে
অসহায় এক বুলবুলি
ঘন আঁধার ঘনিয়েছে
বসে আছি পথভুলি।
কান্না শুনে ছুঁটে এসে
বলে একটি জোনাকি,
কেন তুমি কাঁদছো বাছা
হারিয়েছো সোনা কী?
রাত্রি নেমে এলো দেখছি
খাবার খেতে ফেসে যাই,
কি করে যে ফিরবো বাসায়
কাঁদছি বসে শেষে তাই।
অনাহারে আসছি ফেলে
বাসায় দু,টি ছানাকে,
ফিরে তাদের খাওয়া তে চাই
কিছু শস্য দানাকে।
কথা শুনে জোনাকিটা
বলে বাছা বিলক্ষণ
ফিরবে তুমি আপন গৃহে
এবার করো শান্ত মন।
আমার আলোয় আলোকিত
করবো পথের আঁধার সব,
জেনে রাখো খুশি হবেন
আলোর মালিক মহান রব।