এক ভাষণে

9

এম. এ. শিকদার :

এক ভাষণে দেশের মানুষ
পেল মুক্তির পথ,
হিংসা অহংকার ভুলে সবাই
গেলো যুদ্ধের রথ।

এক ভাষণের বাংলা মায়ের
মুখে ফুটলো হাসি,
পাকসেনাদের ফুলেল স্বপ্ন
হলো চির বাসি।

এক ভাষণে বাংলা পেল
সবুজ শ্যামল মাঠ,
চর জেগেছে নদীর বুকে
হইছে নতুন ঘাট।

এক ভাষণে বীর বাঙালি
করলো জীবন দান,
বঙ্গভূমি ফিরে পেল
তার হারানো প্রাণ।