জগন্নাথপুরে লক্ষাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে এগিয়ে এলো ফ্রেন্ডশীপ

5

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪টি ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলের এক লাখ ৩২ হাজার প্রান্তিক জনগোষ্ঠীকে নৌ-তরি জাহাজের মাধ্যমে বিনামূল্যে সব ধরণের স্বাস্থ্যসেবা প্রদানে এগিয়ে এলো আন্তর্জাতিক এনজিও সংস্থা ফ্রেন্ডশীপ। ইতোমধ্যে উপজেলার চিলাউড়া-হলদিপুর, রাণীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন এলাকায় তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। চলবে আগামী ১০ মাস পর্যন্ত।
১৬ মে মঙ্গলবার ফ্রেন্ডশীপের প্রজেক্ট বাস্তবায়ন কার্যক্রম নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বড় পর্দায় গ্রামাঞ্চলের অবহেলিত জনপদে স্বাস্থসেবা প্রদান সম্পর্কিত নানা চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, ডাইরেক্টর ডা. গোলাম রসুল ও ডা.এটিএম সানাউল বাশার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার-পরিকল্পনা বিভাগের জেনারেল লাইন ডাইরেক্টর (এমএনসিএইচ) ডা. নুরুন নাহার বেগম।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর এর সভাপতিত্বে ও ডা.আবুল হোসেন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বিদেশি ডা. রাঘু, পরিবার-পরিকল্পনা বিভাগের ডা. আবু হাসান, ডা. আবদুর রহমান, ডা. মতিউর রহমান। বক্তব্য রাখেন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, সমাজসেবক বজলুর রশীদ চৌধুরী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডাক্তারগণ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার/নার্সগণ, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম-উলামাগণ সহ নানা পেশার মানুষ অংশ গ্রহণ করেন।