কবিতা নয় লক্ষ্মীর গল্প

17

জয়শ্রী মোহন তালুকদার :

প্রতিবন্ধী হয়ে লক্ষ্মী
জন্ম নিল সুধীর বীনার ঘরে,
দিনে দিনে বাড়ে না লক্ষ্মী
আঠারটি বছর ধরে।।

বসবাস তার পরের ঘরে
সবাই ভালবাসে,
ছোটদের মতো করে আচরন
সবাই চেয়ে থাকে।

বয়স তার আঠার এখন
মনের দিকে শিশু,
খিদের জ্বালা পারে না সইতে
বলে না যে কভু।

ভালো জামা, ভালো খাবার
চায় সবার মতো,
বাবাকে হারিয়ে লক্ষ্মী
কাঁদে অবিরত।

বাবা যেদিন মরে গেল
লক্ষ্মী বসে কাঁদে,
অল্প সময়ে পর লক্ষ্মী
যায় খেলার মাঠে।

ক্রিকেট ব্যাট হাতে নিয়ে
লক্ষ্মী নামে মাঠে,
চার ছয় মারে লক্ষ্মী
সবাই চেয়ে থাকে।

মাকে দেখলে জড়িয়ে ধরে
বুকের মাঝে গিয়ে,
সব মানুষের ভাল চায়
মন উজাড় করে।

¯েœহ মমতা ভালোবাসা
সবাই দিও ওকে,
লক্ষ্মী যেন শান্তিতে থাকে
এই পৃথিবীতে।।