শীতের ভোর

11

ওসমান গণি :

শীতের ভোরে ফুল ফুটেছে
হাওয়ায় দোলে ডাল,
নদীর বুকে চলছে তরী
উড়ছে রঙিন পাল।
শীতের ভোরে বিলের ধারে
মিষ্টি রোদে বসে,
ভাপা পিঠা খেতে মজা
চুবিয়ে খেজুর রসে।
শীত সন্ধ্যায় আগুন জ্বেলে
শীত তাড়াতে গিয়ে,
মোয়া মুড়ি খেতে মজা
নারকেল মিঠাই দিয়ে।
শীতের দিনে গাঁও গ্রামে
মিষ্টি পাখির সুরে,
নীল আকাশে বিকেল হলে
রঙিন ঘুড়ি উড়ে।