ওসমানীনগরে শিশু ফাইজাকে পরিকল্পিত হত্যা দাবী করে স্মারকলিপি প্রদান

6

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে ১০ বছরের শিশু ফাইজা বেগমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যামে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ফাইজার মা লায়লা বেগম ও এলাকাবাসীর স্বাক্ষরিত পৃথক পৃথক স্মারকলিপিতে ২৫ জানুয়ারি খাসদরগাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাইজা বেগমকে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়।
লিখিত স্মাকলিপি সূত্রে জানা গেছে, ফাইজাকে ধর্ষণের পর হত্যা করে পরিকল্পিত ভাবে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।নিহতের স্বজনদের অভিযোগ আমলে না নিয়ে ময়না তদন্তের রিপোর্টের দোহাই দিয়ে তড়িগড়ি করে অপমৃত্যুর মামলা রুজু করে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের থানা পুলিশ কর্তৃক ছেড়ে দেয়াসহ ময়না তদন্ত শেষে লাশের গোসল করানোর সময় একাধিক স্থানে আঘাতের চিহ্ন ও মুখমন্ডলসহ শরীরের একাধিক অংশে কামর ও নকের আঁচর রয়েছে বলে লাশের গোসল করানোর কাজে নিয়োজিত থাকা স্থানীয় মহিলা জনপ্রতিনিধি, উপজেলা সহকারী আনসার কমান্ডারসহ একাধিক মহিলারা বিষয়টি নিশ্চিত করেছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। কোমলমতি শিশুটির মৃত্যুর বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।