৮৬ বছর পর প্রথমবার স্থগিত রঞ্জি ট্রফি

13

স্পোর্টস ডেস্ক :
ভারতীয় ক্রিকেটারদের কাছে রঞ্জি ট্রফির কদর অনেক। তাদের ভাষ্যমতে, সেখান থেকেই আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি হয়। ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার তৈরির মঞ্চ নামে খ্যাত রঞ্জি ট্রফির ইতিহাসে ৮৬ বছর পর এবছরই প্রথমবার স্থগিত করা হয়েছে।
১৯৩৪-৩৫ মৌসুমে প্রথমবারের মতো শুরু হয় এই টুর্নামেন্ট। এরপর প্রতিবছরই আয়োজন করা হয়ে থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবারের আসরটি বাতিল করা হয়েছে। এই কারণে ২০২০ সালের আসরটি আয়োজন করতেও বিলম্ব হয়েছে। তবে চলতি মৌসুমে পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘যেহেতু এখন ক্রিকেট খেলার জন্য বাড়তি সতর্কতা নেয়ারও প্রয়োজন রয়েছে, তাই ক্রিকেট সূচি প্রস্তুত করা খুবই কঠিন বিষয়। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যে, নারী ক্রিকেট যেন মাঠে গড়ায়। সেটি করতে পারছি আমরা।’