আত্মদানের কাহিনী

6

সাহেব মাহমুদ

কুয়াশা জড়ানো প্রবল শীতের মধ্যরাতে, করুণ ছায়া
আগুনে স্বপ্ন দেখে।
ঘাসফুলে ধূসর মগজে আদর্শের
চীৎকার শুনে শুনে অবিচল
শুয়ে আছে উলঙ্গ কঙ্কাল।
স্তব্ধ শহরে শব্দহীন ছায়া এসে
শ্বাসরূদ্ধ হয়ে যায়,
সুমেরুর বাতাসে বাসনার ওষ্ঠাধারে
ক্ষীণ আলো নিভে দেয়।
ইতিহাস হয়ে যায় তীব্র আর্তনাদ,
অজ্ঞাত শবযাত্রায় হাজারো
আত্মদানের কাহিনী।