এজেন্ট ব্যাংকিং সেবা একটি প্রযুক্তি বিপ্লব – শফিউল আলম নাদেল

6

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন ব্যাংকিং সেবায় প্রযুক্তি বিপ্লব। মার্কেটাইল এজেন্ট ব্যাংকিং সেবায় প্রযুক্তি বিপ্লব শহর-গ্রামের দূরত্ব ঘুচছে, বাড়ছে কাজের গতি, সাশ্রয় হচ্ছে সময়। তথ্যপ্রযুক্তির ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন এসেছে দেশের ব্যাংকিং সেবায়। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে ব্যাংকের সেবা। অর্থ লেনদেন থেকে শুরু করে বিভিন্ন পরিসেবার বিল এখন মেটানো যাচ্ছে ঘরে বসেই। পাল্টে গেছে ব্যাংকের সামনে গ্রাহকের দীর্ঘ লাইনের চিরচেনা দৃশ্য। তিনি মার্কেটাইল এজেন্ট ব্যাংকিং এর সাফল্য কামনা করেন।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের পাঠানটুলা পুষ্প মার্কেট করেরপাড়া মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেট শাখার নিয়ন্ত্রণাধীণ এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। ৩০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় এই এজেন্ট ব্যাংকিং এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সহকারী পুলিশ কমিশনার নির্মল কুমার চক্রবর্তী, মার্কেনটাইল ব্যাংক সিলেট শাখার ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ইলিয়াস, আউটলেট আওনার ইঞ্জিনিয়ার রণজিৎ কুমার চৌধুরী, সুধীপ দেব, মো. শায়েদ আহমেদ, নিখিল দেব, হাসান কুদরতুল ফেরদৌস চৌধুরী, সেলিম আহমদ, নিখিল দে, নুরুল সেলিম নুর, সঞ্জয় দেব, অমল দেব, অরবিন্দ দাস, হাজী বদর আহমদ, মো. করিম উল্লাহ হেলাল, আবুল মমসুর টিপু, মাসুম আহমদ, রিপন এষ চৌধুরী, এহিয়া মাহমুদ সুমন, কনক জ্যোতি মজুমদার, সঞ্জয় দেব সঞ্জু প্রমুখ। বিজ্ঞপ্তি