নবীগঞ্জে দুর্লভ ঠাকুর আখড়ার গাছ কর্তন নিয়ে উত্তেজনা

41

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে ঐতিহাসিক শ্রী শ্রী দুর্লভ ঠাকুরের আখড়ার সম্পদ জোর পূর্বক জবর দখলের অপচেষ্টা ও নির্বিচারে গাছ কর্তনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক শ্রী শ্রী দুর্লভ ঠাকুর আথড়ার একটি বড় আম গাছ জোরপূর্বক কেটে নেয়ার চেষ্টা করেন, একই গ্রামের রন সূত্রধরের পুত্র সাগর সূত্রধর (২২) নামের যুবক। সে গত শনিবার সকালে উক্ত আখড়ার একটি বড় আম গাছ জোরপূর্বক কেটে নেয়ার চেষ্টা করে, এ সময় আখড়ার দায়িত্ব থাকা সেবায়িত কৃষ্ণদাশ বৈষ্ণব সহ উক্ত আখড়া কমিটির লোকজন তাকে বাধা প্রদান করলেও সে কর্নপাত করেনি।  অবশেষে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় গাছ কাটা বন্ধ করলেও সাগর সূত্রধর ও তার লোকজন সেবায়িত এর সঙ্গে অশালীন আচরন করে। উক্ত ঘটনায় সনাতন ধর্মাবলম্বী লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় লোকজন যুবক সাগরের শাস্তি দাবী করছেন।
উল্লেখ্য, সাগর সূত্রধর ও তার মা-বাবা সহ পরিবার পরিজন নিয়ে বছরের পর বছর ধরে আখড়ার জায়গাতেই বসবাস করছেন।