সাংবাদিক সাকির উপর হামলার মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

8

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’ র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী ও তার স্ত্রী সুবর্ণা হামিদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে আইনজীবীর মাধ্যমে চার আসামি জামিন আবেদন করেন। শোনানী শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জামিন না মঞ্জুর হওয়া আসামিরা হলেন-শেখ কামাল ওরফে তীর কামাল ও আব্দুর রহমান ওরফে টেংকু, সুলেমান ও মাছুম।
এর আগে রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরের ৫নং ওয়ার্ডের অন্তর্গত গোইপাড়াস্থ মল্লিকা আবাসিক এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাকীর স্ত্রী সাংবাদিক সুবর্ণা হামিদও আহত হয়েছেন। সুবর্ণা হামিদ স্থানীয় একটি দৈনিকের সিনিয়র রিপোর্টার হিসেবে যুক্ত রয়েছেন। ঘটনার পর প্রধান অভিযুক্ত শেখ কামাল ওরফে তীর কামাল ও আব্দুর রহমান ওরফে টেংকু নামে দু’জনকে আটক করে পুলিশ। এরপর রাতেই সাদিকুর রহমান সাকী বাদি হয়ে ১৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে আরো দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিজ্ঞপ্তি