মাস্ক না পরা ও বিভিন্ন অপরাধে নগরীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

9

স্টাফ রিপোর্টার :
মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে চলাফেরা করার অপরাধে নগরীতে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি না মানায় ও সড়ক পরিবহন আইন ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮টি মামলায় ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। অভিযানটি দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।
নগরীর বন্দরবাজার, মধুবন মার্কেট, লালদীঘিরপার, হকার্স মার্কেট এলাকায় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় পথচারীরা মাস্ক, গ্লাভস না পরায় ও মোটরসাইকেলে হেলমেট ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন ভ্রাম্যমান আদালত। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সিলেট সিটি কর্পোরেশনের সচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।