উদ্দীপ্ত সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

18
উদ্দীপ্ত সিলেটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলু।

সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত সিলেটÑএর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম মাহি সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু।
উদ্দীপ্ত সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আবিদ কাওসারের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সরকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সল।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য রাহাত আহমদ তামিম। উদ্দীপ্ত সিলেটের সিনিয়র সদস্য কামাল হোসেন খাঁসেনর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মিটু দাস জয়, হৃদপিন্ড সিলেটের সদস্য এনাম আহমদ, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংস্কৃৃতিক সংগঠন ‘মোহনা’র সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, বাংলাদেশ পল্লী ফোরামÑসিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সংগঠক ওলিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি