রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন, বাবুল-জামিল পরিষদ নির্বাচিত

14
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ৪৮তম সাধারণ বার্ষিক সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাবুল-জামিল পরিষদ এর প্রার্থীরা।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ৪৮তম বার্ষিক সাধারন সভার দ্বিতীয় পর্বে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-পরিচালক মো আব্দুস সালাম।
নির্বাচনী প্রক্রিয়ায় ৭জন প্রার্থী মনোয়ন দাখিল করেন আর কোন প্রার্থী মনোয়ন দাখিল না করায় প্রধান নির্বাচন কমিশনার রফিকুর রহমান লজু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুরু জ্জামান চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলসহ কার্যনির্বাহী পরিষদের ৫ সদস্যের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রশীদ রেনু ও এডভোকেট দিলীপ কুমার কর।
এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ৪৮তম সাধারণ বার্ষিক সভা সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌহাট্টাস্থ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশুকল্যাণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন এর পরিচালনায় রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ৩০ মিনিট অপেক্ষার পরও সভা শুরু হওয়ার মত সদস্য উপস্থিত না হওয়ায় সভার সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমান ৪৮তম সাধারণ সভা মূলতবী করতে বাধ্য হন এবং নিয়ম অনুযায়ী মঙ্গলবার পুনরায় একই স্থানে একই সময়ে সাধারণ সভার আহবান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য হাফিজ তাহমিদ আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য অধ্যাপক জাকির হোসেন,নাসির উদ্দিন খান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুরু জ্জামান চৌধুরী বাবুল, কার্য্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, মজির উদ্দিন, সোয়েব আহমদ, মোস্তাক আহমদ পলাশ, আজীবন সদস্য আনোয়ার হোসেন,হাজী সিদ্দেক আলী, মবু মিয়া, ডা: বাহার উদ্দিন, ইমাম উদ্দিন চৌধুরী, মতিউর রহমান মতি, আব্দুল বাতিন ফয়সল, শাহ মুজিবুর রহমান জকন, মো: দুলাল হোসেন, মুফতি আব্দুল খাবির, সাহেদ আহমদ সুমিন, কাজী হেলাল, রেড ক্রিসেন্ট মাতৃ মংগল হাসপাতাল ভারপ্রাপ্ত পরিচালক মফিজুর রহমান, উপ-পরিচালক মো আব্দুস সালাম, কর্মকর্তা পার্থ সারাথি দাস, সাবেক যুব প্রধান এনামুল হক সুহেল, সাবেক যুব প্রধান নাজিম খান, সায়মন মিয়া, মিনহাজুল আবেদীন, বর্তমান যুব প্রধান শাহনুর চৌধুরী সাথি প্রমুখ। বিজ্ঞপ্তি