হাসনাহেনা ফুল

10

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

হাসনাহেনা ফুল ফুটেছে
যায় না থাকা গন্ধে
কাজের শেষে বাড়ি এসে
প্রতি বেলা সন্ধে।

রাতের শেষে ঝরে পরে
ফুলগুলো সব ছন্দে
মনের সাথে হিসেব কষে
কাটাই সদা দ্বন্দে।

হয় না কেন দীর্ঘস্থায়ী?
বেশ হতো যে নন্দে
শ্বাস প্রশ্বাসে ঢুকে যেত
গন্ধগুলো রন্ধে।