নারী সমাজের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কোনো কমতি নেই – শাহিনা আক্তার

14
এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারের যৌথ উদ্যোগে আয়োজিত আর্টিফিশিয়াল জুয়েলারী বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সনদপত্র হাতে প্রশিক্ষণার্থীবৃন্দ।

এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘আর্টিফিশিয়াল জুয়েলারী’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ৩ ডিসেম্বর চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট কার্যালয়ের উপ-পরিচালক শাহিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। ‘আর্টিফিশিয়াল জুয়েলারী’ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী। তিনি এ রকম একটি সুন্দর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নারী সমাজের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কোনো কমতি নেই। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাগুলোকে কাজে লাগাতে নারীদেরকে আরো উদ্যোমী হতে হবে। প্রশিক্ষণ কর্মাশালা থেকে লব্ধ অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। নারী-পুরুষ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে আমরা একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সফল হবো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ও সেমিনার, ওয়ার্কশপ সাব কমিটির আহবায়ক মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী, নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহবায়ক সামিয়া বেগম চৌধুরী, যুগ্ম আহবায়ক মধুমিতা ইসলাম, বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স সিলেট শাখার সভাপতি মিনারা বেগম, কোষাধ্যক্ষ শারমিন জাহান জ্যোতি, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক পার্থ সেন গুপ্ত, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি