সুখের খোঁজে

17

কবির কাঞ্চন

সুখের খোঁজে এই পৃথিবীর
প্রায় মানুষে ছোটে
সুখ তো হলো মরিচীকা
খানিক দূরে ফোটে।

ধরতে গেলে সুখপাখিকে
উড়তে শুরু করে
সুখের পিছে তবু ছুটি
সারাজনম ভরে।

আমার কাছে যা আছে ভাই
সবই দুঃখে গড়া
তোমার কাছে হয়তো আছে
সুখের জীবন ভরা।

জীবনখানা করলাম বাজি
সুখ কিনিবার আশে
সুখেদুঃখে জীবন যেন
কাটে বারোমাসে।