নবীগঞ্জে লাইসেন্স বিহীন স’মিল পরিচালনা করায় ২ মাসের কারাদন্ড

16

তোফাজ্জল হোসেন নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে বিসমিল্লাহ স’মিল করাতকলে লাইসেন্সবিহীন ভাবে পরিচালনা করায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে রসুলগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করে বিসমিল্লাহ স’মিল নামক লাইসেন্স বিহীন ভাবে পরিচালনা করার জন্য করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী স’মিলে কর্মরত মুতালিজপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র হামিদুর রহমান ও বাউসা গ্রামের তবিজ উল্লাহ পুত্র সলিম উল্লাহকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এ এস আই সৌরভ সহ একদল পুলিশ। স’মিলটি সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, অবৈধ বা সরকারি বিধি বিধান অনুসরণ না করে যেসব করাতকল চলছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাঠে নেমেছে প্রশাসন। যথাযথ নিয়ম অনুযায়ী লাইসেন্স ও নিয়ম মেনে করাতকল পরিচালনার জন্য অনুরোধ করা হল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।