মহামানব রাসূলুল্লাহ (সাঃ)

13

মুহম্মদ ইবতে রুদ্রাক্ষ

ঐ দেখ আজ ফুল ফুটে রাশি রাশি বাগানে
রহমানের হাবীব তিনি মায়ার নবী ভুবনে
স্বপ্নরাঙ্গা প্রভাতে ছড়িয়ে দীন ইসলামের আলো
মানুষের মাঝে আল-আমিন তিনি পরম বিশ্বস্ত!!

ভূপিত জালিম বাদশা যতো করেছে অত্যাচার
তাদের জন্যেও মায়ার নবী খুলেছিল দ্বার,
হাসি কান্না দুঃখ বেদনা কি অভিনয়?
অবিরাম এক নিরব বেদনায় ব্যথাতুর সে হৃদয়।

সুবহি-সাদিক এল যখন; বহিল নূরের ধারা,
মদিনা আলোকিত, কেটে গেছে জাহিলিয়া,
ওয়াদা-নীতিতে তুমি রেখেছ বিশ্বাসের মান
তুমি দিনের পথে আমরণ করেছ আহবান!

তুমি ধৈর্যে মহিমাগুণি, ক্ষমায় দরদী ত্যাগী
উম্মাতের কল্যাণে এসেছ ধরায় হয়ে বিবাগী
তোমার অমৃত সুধাবাণী বিদায় হজ্বের সে ভাষণ
ভালোবাসতে শিখিয়েছ মোদের ইসলামে করেছ অটল!!

তুমি অন্ধকারে নূরের জ্যোতি মানবতায় শ্রেষ্ঠ মহিয়ান!
সত্যের সম্মুখে সর্বদা করেছ মিথ্যের বলিদান,
তুমি নিয়ে এসেছ সাম্যের পয়গাম চিরশান্তির মেহমান।
পূর্ণাঙ্গ করেছ দীনি ইসলাম, রেখে গেছ মুক্তির বিধান!!

সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী!!!
সালাম নিও রহমানের হাবীব
হে মহামানব উম্মাতের কান্ডারী!!