শাবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার

22

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও এর প্রতিবাদ করায় দুই সাংবাদিকের image-74406উপর হামলার ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীকে এক সেমিষ্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ২০৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি।
এর মধ্যে রাহাত ও জনিকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বহিষ্কৃতরা শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। ঘটনার সময় দায়িত্বশীল ভূমিকা পালন না করায় পার্থকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়।