প্রবাসীদের জন্য করণীয়

14

বিশ্বজুড়ে আবারও করোনা মহামারী সংক্রমণের প্রকোপ বাড়ছে। এক সময়ে সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেলেও নতুন করে আক্রান্তের ঘটনা অনেকটা আতঙ্কগ্রস্ত ও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বিশ্ববাসীকে। করোনায় সর্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর মতে, গত শুক্রবার পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১৩ হাজারের বেশি। সংক্রমিত দেশের সংখ্যা ১১৬টি। বিশেষজ্ঞরা একে অভিহিত করেছেন করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে। বাংলাদেশেও দ্বিতীয় ঢেউ সম্পর্কে সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কোভিড-১৯ প্রতিরোধে গঠিত জাতীয় পরামর্শক কমিটি। অথচ করোনার প্রতিষেধক ভ্যাকসিনের কোন খবর নেই। কয়েকটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে থাকলেও সেগুলো চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কবে নাগাদ বাজারে আসবে এবং সহজলভ্য হবে, তা অনিশ্চিত। এ অবস্থায় দেশে দেশে নতুন করে করোনা প্রতিরোধে আপাত কার্যকর লকডাউন বা শাটডাউনের কথা ভাবা হচ্ছে। কোথাও কোথাও যেমন ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সীমিত পরিসরে তা প্রয়োগও করা হচ্ছে। ফলে বিদেশের শ্রমবাজারে নতুন করে শ্রমিক ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে দুই লাখের বেশি শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এখন তারা আকামা, ভিসা ও টিকেটের জটিলতায় নিজ নিজ কর্মস্থলে ফিরেও যেতে পারছেন না। ঢাকার সৌদি দূতাবাস ও বিমান অফিসে ভিসা এবং টিকেটপ্রত্যাশী শ্রমজীবীদের ক্ষোভ-বিক্ষোভ ও হাহাকারের চিত্র প্রায়ই দৃশ্যমান। কুয়েত ও ওমান থেকে কোটা আইনে আগামী এক বছরে দেশে ফিরতে হবে কয়েক লাখ বাংলাদেশী শ্রমজীবীকে। বিদেশে অবস্থানরত অনেক শ্রমজীবীও কর্মহীন হয়ে পড়ায় দেশে ফেরার প্রতীক্ষায়। যদিও তাদের কষ্টার্জিত অর্থে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়েছে দিন দিনÑ ৪০ বিলিয়ন ডলারের বেশি, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী। এখন সময় এসেছে প্রবাসীদের জন্যও কিছু করার ও ভাবার। দেশে দক্ষতা উন্নয়ন ও অভিবাসন ব্যয় অনেক বেশি। দালাল নির্ভরতা বাড়ছে অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য। বিদেশ ফেরতদের নিয়েও সামাজিক, অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কা রয়েছে। সে অবস্থায় সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে প্রবাস ফেরতদের ফিরে যাওয়ার জন্য। খুঁজতে হবে নতুন শ্রমবাজার। দেশেও সৃষ্টি করতে হবে নতুন কর্মসংস্থান। ফলপ্রসূ অবদান রাখতে হবে প্রবাসীকল্যাণ ব্যাংককে।