ওসমানীনগরে উপজেলা প্রশাসন, পুলিশসহ সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলেন শফিক চৌধুরী

5

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরীর ত্রাণ তহবিল থেকে ওসমানীনগরের উপজেলা প্রশাসন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, থানা পুলিশ, ট্রাফিক পুলিশসহ দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত বিতরণী অনুষ্ঠানেসংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। সম্প্রতি তিনি বিশ^নাথ উপজেলায় প্রশাসনের সকল দপ্তরের লোকজনের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। প্রশাসনিক কর্মকতাসহ সর্বস্তরের মানুষকে নিরাপদ রাখার চেষ্টায় তাঁর এই ক্ষুদ্র উদ্যোগ বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির। উপজেলা জেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পিনাকপানি ভট্টাচার্য্য, আলাউর রহমান আলা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, কোষাধ্যক্ষ শানুর রহমান শানুর, আওয়ামীলীগ নেতা বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান এম এ খালেক গোলাম রসুল, উসমানপুর ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক মুকিত মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক টুনু মিয়া, সাংস্কৃতিক ডিকে জয়ন্ত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মস্তান, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল, আব্দুর রব গেদা মিয়া, শাহ জামাল, মামুনুর রশিদ খলকু, সেলিম রেজা, ইউপি সদস্য আফরুজুল হক, বেলাল আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাই, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা আব্দুল মান্নান, কওছর আহমেদ, সৈয়দ মোজাহিদ আলী, পংকি মিয়া, জাকির আহমদ, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আমিনুল হক সাবলু, মিজানুর রহমান সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।