শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় ॥ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশ সদা সতর্ক

10
জেলা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।
এছাড়াও সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সভাপতি সুব্রত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এছাড়াও উপস্থিত ছিলেন সকল থানার পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি বৃন্দ এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিবৃন্দ।
মতবিনিময় সভায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সকল থানা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন।
তিনি বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সিলেট জেলাধীন সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার আরও বলেন, সিলেট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কমিটির মাধ্যমে স্থানীয় শৃঙ্খলা রক্ষার উদ্যোগের পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
তিনি নিশ্চিত করেন যে, যে কোন ধরণের দুর্ঘটনা বা অঘটনের সংবাদ প্রাপ্তির সাথে সাথে সিলেট জেলা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। যেকোনো ধরনের দুষ্কৃতিকারীদের কোনরূপ ছাড় দেয়া হবে না। এছাড়া করোনাকালিন সময়ে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারদীয় দূর্গা উৎসব পালনের জন্য পুলিশ সুপার সিলেট আগত নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।