প্রবীণ চা-শ্রমিকনেতা সুখরাম নায়েক-এর মৃত্যুতে শোকপ্রকাশ

7

পূর্ব-পাকিস্তান চা-শ্রমিক সংঘের অন্যতম নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সহ-সভাপতি কমলগঞ্জ উপজেলার আলীনগর-সুনছড়া চা-বাগানের প্রবীণ শ্রমিকনেতা সুখরাম নায়েকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে একযুক্ত বিবৃতি প্রদান করেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক রাজদেও কৈরী ও যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। নেতবৃন্দ চা-শ্রমিক সংঘের কার্যক্রমে প্রয়াত সুখরাম নায়েকের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন প্রখ্যাত চা-শ্রমিকনেতা মফিজ আলীর সাথে সুখরাম নায়েক আলীনগর-সুনছড়া চা-বাগানসহ বিভিন্ন বাগানে চা-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সাহসী, দৃঢ়চেতা শ্রমিকনেতা হিসেবে চা-শ্রমিকরা যেমন তাকে শ্রদ্ধা করত তেমনি বাগান ম্যানেজমেন্টও তাঁকে সমীহ করতো। দীর্ঘদিন যাবত তিনি নানা রকম শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী হয়ে সুনছড়া চা-বাগানেই অবস্থান করছিলেন। গত ১০ অক্টোবর শনিবার সকাল ৭ টার দিকে তিনি সুনছড়া চা-বাগানের নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি তিন কন্যা, জামাতা ও নাতিনাতনিসহ অসংখ্য আত্মীস্বজন ও তাঁর অনুসারী সংগঠনের নেতাকর্মী রেখে গেছেন। বিজ্ঞপ্তি