জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

43

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, বইপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিলেট নগরীতে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। গত ৫ ফেব্র“য়ারী জাতীয় গ্রন্থাগার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়ৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, স্টেইট কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাসগুপ্ত, সিলেট ব্র্যাক রিজিওনাল ম্যানেজার মাখন বড়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মো: শওকত আলী।
প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ার বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। সকলকে বই পড়ার প্রতি আহবান জানান। অন্যান্য অতিথিবৃন্দ বই ও গ্রন্থাগারকে গুরুত্ব আরোপ করেন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ল্যাব, সিলেট শাখা, ব্র্যাক, সিলেট, বিশ্ব সাহিত্য কেন্দ্র, সিলেট ও বে-সরকারি গ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অলোচনা, পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি