ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলায় জেলা বিএনপির নিন্দা

5

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে ছাত্রদল আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশীর হামলার নিন্দা জানিয়েছে সিলেট জেলা বিএনপি। এই ধরনের অগণতান্ত্রিক কর্মকান্ড থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরত থাকার আহ্বান জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ছাত্রলীগ কর্তৃক সিলেটবাসীর শত বর্ষের ঐতিহ্যের স্মারক এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় যেখানে গোটা সিলেটবাসী লজ্জিত। এমন বর্বর ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ন্যাক্কারজনক হামলা আইন ও মানবাধিকার পরিপন্থী। এই হামলায় জেলা ও মহানগর ছাত্রদলের ৭/৮জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এমসি ছাত্রাবাসে ন্যাক্কারজনক গণধর্ষণের ঘটনায় সিলেটবাসী ফুঁসে উঠেছে। সিলেটবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ও ধর্ষকদের আড়াল করতেই ছাত্রদলের মিছিলে হামলা চালিয়ে নিরপরাধ নেতাকর্মীদের আহত করা হয়েছে। বর্বর গণধর্ষণের জঘন্য ঘটনায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ পুলিশ প্রতিবাদকারীদের লাঠিপেটা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কর্মকান্ডে সিলেটবাসী বিস্মিত হয়েছে। এমন আইন ও মানবাধিকার পরিপন্থী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি। একই সাথে গণধর্ষণের সাথে জড়িত সন্ত্রাসীদের অলিবম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি