বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নতুন কমিটি ঘোষণা ॥ সভাপতি সামাদ, সাধারণ সম্পাদক শামীম

9

উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজারে গত ১৩ সেপ্টেম্বর রবিবারের এ নির্বাচনে সামাদ-শামীম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সংগঠনের নির্বাচন কমিশনার মো. শামীম মিয়ার পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময় অপর নির্বাচন কমিশনার মো. কাজী এনামুল হক উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন : সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির, প্রফেসর আমিনুল হক (চুন্নু) ও হুমায়ুন কবির সোহেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এস কবির, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী মিলন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সিহাব মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগম, কার্যকরী সদস্য : মো. আব্দুল বাছির খান, মোহাম্মদ হোসেন মোল্লা, মোহাম্মদ শাহাজাহান সফিক, মোশাহিদ চৌধুরী, মো. রেজা খান, রুবেজ সিদ্দিকী, মো. শিপন চৌধুরী এবং ইমন সাইদুর রহমান।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৭৯ এর সাবেক অ্যাসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রর দলা মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সাবেক সভাপতি মাহবুব আলম, নব নির্বাচিত সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির, হুমায়ুন কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, এম বিল্লাহ তুষার, নতুন প্রজন্মের আইমান মিয়া সাদাফ প্রমুখ।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া ও মো. কাজী এনামুল হক জানান, এ নির্বাচনে তফসিল অনুযায়ী গত ৭ সেপ্টেম্বর নির্বাহী কমিটির ২৫ সদস্যের একটি মাত্র প্যানেল নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়ন পত্র দাখিল করে। এ প্যানেলের সকলের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ৯ সেপ্টেম্বর কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় নির্বাচনে একমাত্র মনোনয়ন পত্র দাখিলকারী সামাদ-শামীম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনে ভোট গ্রহণের দিন ১৩ সেপ্টেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে এ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হল।
তারা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে নব নির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি