মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

6

মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২০-২০২৩) সম্পন্ন হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার রায়নগরস্থ এলাকায় কাউন্সিলর কার্যালয়ে এই ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ বলেন, মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে অত্র এলাকায় নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এই সংস্থার নেতৃত্বে যারাই এসেছেন তারা অন্যন্ত আন্তরিকতা সাথে কাজ করে গেছেন। আমি আশা করি বর্তমান কমিটিতে যারা নির্বাচিত হয়েছে। তারা তাদের কর্মের মাধ্যমে অত্র এলাকার মানুষের সহযোগিতা করবেন। মনে রাখবেন মানুষ বাঁচে তার কর্মে, তাই নিজেদের কর্মের মাধ্যমে আপনাদের নাম উজ্জ্বল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি সংস্থার সকল নির্বাচিত সদস্যদের ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার দিলীপ দাস (জয়), সহকারী নির্বাচন কমিশনার রাজিব দাস ও রমসয় চক্রবর্তী নির্বাচন পরিচালনা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সঞ্জয় সরকার রাখাল, সাধারণ সম্পাদক অদত্য কৃষ্ণ দাশ, কোষাধ্যক্ষ সুজন দাস, সাংগঠনিক সম্পাদক রজত তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সংস্থার উপদেষ্টা নিখিল রায় (পূজন)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য কৃপেশ দাশ, রানু কান্তি দাশ, নিধু দাস, অমর সরকার, কৃপেশ দাস, মিহির তালুকদার, সুজিত চন্দ্র, রঞ্জন সরকার, অর্জুন দাশ, অসীত দাশ, আনন্দ দাশ, বিন্দু মজুমদার, পুতুল দত্ত, মনোজিত দাশ মনি, সুরঞ্জি ভৌমিক, মলিন বিশ্বাস, জীবন দাশ, অর্চনা রানী দাশ, সুকেশ সরকার, মনজু তালুকদার, অনিল দাশ, চিত্ত মজুমদার, অজয় তালুকদার, সজল সরকার, বাবলু বর্মন, রেবুল তালুকদার, নিতিশ সূত্রধর, শ্রীকান্ত সরকার ঝুনু প্রমুখ। বিজ্ঞপ্তি