পরিকল্পনামন্ত্রীর সাথে পাথর ব্যবসায়ী শ্রমিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ॥ সিলেটের পাথর কোয়ারী সমূহ খুলে দিয়ে লাখো মানুষের দুর্ভোগ লাঘবের আহ্বান

8

সিলেটের লাখো মানুষের জীবীকাস্থল পাথর কোয়ারী সমূহ খুলে দিয়ে কর্মহীন মানুষের জীবন রক্ষায় বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবী নিয়ে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহকারী ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ৫ সেপ্টেম্বর শনিবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর সাথে দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জস্থ মন্ত্রীর বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুন নূর এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে নেতৃবৃন্দ সিলেটের পাথর কোয়ারী সমূহ বন্ধ থাকায় এ অঞ্চলের রোজগার বঞ্চিত মানুষের অবর্ণনীয় দুর্ভোগের কথা মন্ত্রীকে অবহিত করেন। নেতৃবৃন্দ বলেন-যুগ যুগ ধরে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ছাতক, দোয়ারা, জৈন্তাপুর, কানাইঘাট, তথা এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠি পাথর কোয়ারী সমূহ থেকে পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন। শ্রমিকদের আহরিত পাথর বিপণন করে এ অঞ্চলের হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। দেশের নির্মাণ শিল্পের জন্য অতি উন্নতমানের এ পাথর ব্যবহৃত হওয়ার ফলে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়ে আসছিল। একদিকে লাখো মানুষের জীবিকা অন্যদিকে মোটা অংকের বৈদেশিক মুদ্রার সাশ্রয় সব মিলিয়ে সিলেটের পাথর কোয়ারী সমূহের দেশের অর্থনীতির গতি সঞ্চারে রয়েছে বিরাট ভূমিকা। কয়েক বছর ধরে পাথর কোয়ারী সমূহ বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষের জীবিকার পথ রুদ্ধ হওয়ায় তাদের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ, সে সাথে পাথর সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কার্যক্রম। নেতৃবৃন্দ অবিলম্বে সিলেটের প্রন্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে পাথর কোয়ারী সমূহ খুলে দিয়ে সেখানে মানুষের রোজগার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নেতৃবৃন্দের কথা মনযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থে যে কোন ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি এ ব্যাপারে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কার্যকর যোগাযোগের পরামর্শ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াদুদ আলম চেয়ারম্যান, সেক্রেটারি শামসু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, পাথর ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, ব্যবসায়ী নেতা আঙ্গুর মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি