কুয়ারপাড়ে পুলিশের উপর সন্ত্রাসী হামলা অস্ত্রসহ ৩ জন গ্রেফতার, ১৬ রাউন্ড গুলিবর্ষণ

88

স্টাফ রিপোর্টার :
নগরীর কুয়ারপাড় এলাকায় জায়গা দখল করাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা চালিয়ে ৪ পুলিশ সদস্যকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ এ সময় ১৬ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তখন পুলিশ অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল, ২টি হ্যামার, ২টি লোহার তৈরী সাবল, ১টি লোহার পাইপ, ৩টি রামদা, ১৮টি ঢেউটিন, ১টি সাইন বোর্ড, ৩টি লাল স্কচটেপযুক্ত বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, নগরীর কুয়ারপাড় ইঙ্গুলাল রোডের এলাকার ৩৬নং বাসার মৃত গোলা আহমদ উরফে পুতুল মিয়ার পুত্র দেলোয়ার হোসেন উরফে দিলিপ (৫০), মৌলভীবাজারের কুসুমবাগ গ্রামের এমরান মিয়ার পুত্র বর্তমানে শেখআট টিকরপাড়ার বাসিন্দা মিটন মিয়া (২২) ও নগরীর নবাব রোড এলাকার আব্দুল হাইয়ের পুত্র আলমগীর হোসেন বাপ্পী (২৪)।
এদিকে, গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বিস্ফোরকসহ পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে গ্রেফতারকৃতরা তেলিহাওর কেন্দ্রিক ছাত্রলীগের কর্মী।
পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, কোতোয়ালী থানার কুয়ারপাড় এলাকায় জায়গা দখল করাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের নিভৃত করার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করিয়া এলোপাতাড়ি ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বমোট ১৬ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে। অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র ও থানা ফাড়ির টহল পার্টি সহ অন্যান্য অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীদের হামলায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল হতে সন্ত্রাসীরা পালানোর সময় দেলোয়ার হোসেন ওরফে দিলিপ, মো: মিটন মিয়া ও আলমগীর হোসেন বাপ্পীকে গ্রেফতার করে। ঘটনাস্থলে আসামীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল, ২টি হ্যামার, ২টি লোহার তৈরী সাবল, ১টি লোহার পাইপ, ৩টি রামদা, ১৮টি ঢেউটিন, ১টি সাইন বোর্ড, ৩টি লাল স্কচটেপযুক্ত বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেন। এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মো: আব্দুল মান্নান বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। যার নং- ২৭ (১৪-০৮-২০২০) এবং জায়গার মালিক হাবিবুর রহমান বাদী কোতোয়ালী থানায় আরেকটি মামলা দায়ের করেন। যার নং- ২৮ (১৪-০৮-২০২০)।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ কুয়ারপাড় এলাকায় অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলার চেষ্টা করে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল, ২টি হ্যামার, ২টি সাবল, ১টি লোহার পাইপ, ৩টি রামদা, ১৮ টি টিন, ১টি সাইন বোর্ড, ৩টি লাল স্কচটেপযুক্ত বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এছাড়া জায়গার মালিক হাবিবুর রহমান বাদী হয়ে থানার আরেকটি মামলা করেন।