শিশু অধিকার ও শিশু নির্যাতন প্রতিরোধে আর.ডব্লিউ.ডি. এর উদ্যোগে ত্রি-মাসিক আলোচনা সভা

17
শিশু অধিকার ও শিশু নির্যাতন প্রতিরোধে আর ডব্লিউ ডি এর উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন মদন মোহন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ শফিক।

শিশু অধিকার, শিশু নির্যাতন ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রতিরোধে আর.ডব্লিউ.ডি ও এর উদ্যোগে ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার ১০ আগষ্ট নগরীর মিরাবাজার হোটেল মিরা গার্ডেন হলরুমে ও.ওয়াই. মুভস প্রকল্প এর ত্রি-মাসিক সভায় সিলেটের বিভিন্ন এনজিও কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আর.ডব্লিউ.ডি ও এর নির্বাহী পরিচালক সমিতা বেগম মীরার সভাপতিত্বে ও, আর.ডব্লিউ.ডি ও.ওয়াই. মুভস প্রকল্পের অফিসার জাহিদুল ইসলাম রশিদ ও আর.ডব্লিউ.ডি ও.ওয়াই. মুভস প্রকল্পের এডমিন একাউন্টস মহসিন রেজার, পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ শফিক এবং আর.ডব্লিউ.ডি ও নির্বাহী সদস্য সমিক শহিদ জাহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন এন.জিও ফোরামের প্রতিনিধি খন্দকার মশিউর রহমান,ব্যাক এর প্রতিনিধি বিভাষ তফাদার, সি.এস.আই. ডি প্রোগাম অফিসার আবেদ উল্লা, আইডিয়া নির্বাহী পরিচালক নাজমুল হক, এফ.আই.ভি.ডি.বি জিয়াউর রহমান শিপার।
আরো উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন এন.জিও প্রতিনিধি, সিলেট যুব একাডেমী, আকবেট, জেসিস, ভার্ড, পাসকো। বিজ্ঞপ্তি