এমসি কলেজ মাঠ ও হোস্টেল সংলগ্ন খালি জায়গায় জন্মভূমির সবুজায়নের অভিযাত্রা নামকরণে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু

22
এমসি কলেজ মাঠ ও হোস্টেল সংলগ্ন খালি জায়গায় জন্মভূমির সবুজায়নের অভিযাত্রা নামকরনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।

এমসি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে কলেজ মাঠ ও হোষ্টেল সংলগ্ন খালি জায়গায় কৃষ্ণচূড়া, শিমুল পলাশ বাগানবিলাস ও রাধাচূড়া গাছের চারা রোপণ করে “জন্মভূমি “র সবুজায়নের অভিযাত্রা নামকরণে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরু হয়েছে।
শনিবার দুপুরে সিলেট এমসি কলেজ মাঠে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সালেহ আহমদ, উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য ও সহকারী অধ্যাপক মো, জামাল উদ্দিন। আয়োজক মিশফাক আহমদ চৌধুরী মিশু, মুজিবুল হক বেলাল, মুহতাসিম বিল্লাহ রাফি, ওয়াসিকুজ্জামান চৌধুরী ওনি, জাফর মজিদ মিঠু, গোলাম সোবহান চৌধুরী সহ সাবেক এমসিয়ান রা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি