কাঁচা মরিচের ঝালে ক্রেতার চোখে পানি

13

স্টাফ রিপোর্টার :
নগরীতে কাঁচা মরিচের ঝালে এক ক্রেতার চোখে পানি আসার উপক্রম। গতকাল মঙ্গলবার রাতে বন্দরবাজার এলাকায় কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪শ’ টাকা দরে এমন দাম শুনে টুকেরবাজারের ফরিদ মিয়ার চোখে পানি আসার মতো উপক্রমের ঘটনা ঘটে।
জানা গেছে, ঈদের পর থেকে আকস্মিক কাঁচা মরিচের দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন এক খুচরা বিক্রেতা।
বন্দরবাজারের সায়েস্তা মিয়া নামের এক খুচরা বিক্রেতা জানান, গতকাল মঙ্গলবার সোবহানীঘাট পাইকারি বাজারে কাঁচা মরিচের কেনা দাম পড়েছে ৪শ’ টাকা। মঙ্গলবার সকালে একজন ক্রেতা তার কাছ থেকে ১০ টাকার কাঁচা মরিচ কিনতে চাইলে জবাবে সে জানায়, ২০ টাকার কম কাঁচা মরিচের বিক্রি করা যাবে না। তার মন্তব্য, ২০ টাকায় কোনমতে, ৫০ গ্রাম কাঁচা মরিচ সে বিক্রি করতে পারবে। এতে তার কোন লাভ হবে না।
ভোক্তারা জানান, ঈদের আগ থেকে মহানগরীর বাজারে কাঁচা মরিচের দাম উর্ধ্বমুখী। ঈদুল আযহার আগের দিন পর্যন্ত বাজারে কাঁচা মরিচ ১৬০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। কিন্তু, ঈদের পর থেকে বেড়ে গেছে দাম। এ কারণে ভোক্তারা পড়েছেন বিপাকে।