মাধবপুরে নির্বাচন কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি

6

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার ভাড়া বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ৬ ভরি স্বর্ণ ও ৪ ভরি রোপার একট ট্যাপ নগদ ৫৫ হাজার টাকার চুরি করে নিয়ে গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জান শ্যামলী আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার বাসা তালাবদ্ধ করে তিনি স্বপরিবারে গ্রামের বাড়ি নরসিংদী চলে যান।
রবিবার (২৬জুলাই) সকালে তিনি বাসায় এসে দেখেন তালা ভাঙ্গা ও দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখতে পান ষ্ট্রীলের আলমারি ও ওয়াডড্রপের ড্রয়ার খোলা ও কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্বৃত্তরা আলমারি ও ওয়াড্রপে রাখা স্বর্ণের গলার নেকলেস, চেইন দুটি লকেট একটি কানের টানা একটি, কানের দুল ৪টি, আংটি ২ মোট ৬ ভরি স্বর্ণ ও রোপার চেইন ও নুপর ৫ ভরি, একটি ট্যাপ ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জান বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান খরর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।