সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক নারীর মৃত্যু

4

একে কুদরত পাশা, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্ত হয় প্রথম এক নারীর মৃত্যু হয়েছে তিনি হলেন, সুনামগঞ্জের প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক প্রয়াত ডা.কেতকী রঞ্জন দে (খোকা বাবু) এর স্ত্রী সাধনা দে।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পরলোকগমণ করেছেন।
করোনা সংক্রমিত হয়ে সুনামগঞ্জের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে সিলেটে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে তিনি পরলোকগমণ করেন। তার এক মেয়েও করোনায় আক্রান্ত।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য মতে ২২ জুন পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৪১ জনের করোনা পজেটিভ হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমা মিসবাহ্।