পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ

10

প্রতি বছরের ন্যায় এবার ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বৃক্ষ রোপণের আহ্বান হচ্ছে, ‘‘মুজিব বর্ষের আহ্বান-লাগাই গাছ বাড়াই বন’’ এ শ্লোগান দিয়েই শুরু হওয়া বৃক্ষ রোপণ কর্মসূচী আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ কর্মসূচির মধ্যে দিয়ে দেশজুড়ে এক কোটি বৃক্ষের চারা রোপণ করা হবে দেশময়। যা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জৈব-বৈচিত্র্য, সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি আর্থ- সামাজিক উন্নয়নসহ পরিবেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বৃক্ষ মানব জাতির জীবনে কত উপকারী তা নির্ভর করে জন-স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষায় যথেষ্ট। বৃক্ষ মানব মন্ডলীর কল্যাণে জন্ম লগ্ন থেকে অক্সিজেন সরবরাহ করে আসছে। মানুষের জীবন ধারণের বাহক অক্সিজেন। অক্সিজেন এর অভাব হলে মানুষ টিকে থাকতে পারবে না। জীবন রক্ষায় অক্সিজেনের অভাব মেটাতে বৃক্ষ রোপণ অপরিহার্য।
আমাদের দেশে একটি কুচক্রি মহল প্রয়োজনে, অপ্রয়োজনে ঘর-বাড়ী তৈরি করতে, রাস্তা নির্মাণের অজুহাতে বৃক্ষাদি নিধনে ব্যস্ত। দেশের সর্বত্র বৃক্ষাদি নিধন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরী বলে সচেতন মহল মনে করেন। বৃক্ষ নিধন বন্ধে জন-সচেতনতা সৃষ্টিতে সকলকে এগিয়ে আসতে হবে।
জৈব বৈচিত্র্য রক্ষাসহ মানব জাতির জীবন রক্ষায় পরিবেশ ও আবহাওয়া পরিবর্তনের বিক্রিয়া রোধে বৃক্ষ রোপণ অব্যাহত রাখতে হবে। বৃক্ষ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে বলবৎ করতে হবে। এক কোটি বৃক্ষের রোপণ সফল হউক সেই সাথে শহরসহ গ্রামাঞ্চলে বৃক্ষ নিধন বন্ধে পদক্ষেপ নেয়া জনপ্রত্যাশা।