পাকিস্তানি বিমান যুক্তরাষ্ট্রে চলাচল করতে পারবে না

6

কাজিরবাজার ডেস্ক :
পাকিস্তানি পাইলটদের সন্দেহজনক লাইসেন্সের কারণে দেশটির ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশেষ বিমানের চলাচলের অনুমতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ।
বৃহস্পতিবার সংস্থাটির মুখপাত্র বলেন, পাকিস্তানি পাইলটদের বিরুদ্ধে সন্দেহজনক লাইসেন্স থাকার অভিযোগ রয়েছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সরাসরি ১২টি বিমান পরিচালনা করত। করোনা মহামারীতে পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবসানে এ বিমানগুলো যাতায়াত করত।
ডন অনলাইন জানিয়েছে, সম্প্রতি ঘটনায় পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাইলটদের সন্দেহজনক লাইসেন্স শনাক্ত করার পর মার্কিন কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত এল।
করোনা মহামারীর কারণে মার্কিন পরিবহন বিভাগ এপ্রিলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ১২টি বিমান চলাচলের অনুমতি দেয়। তবে এখন পর্যন্ত ৬টি বিমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলাচল করছে।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে বৃহস্পতিবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আবদুল্লাহ খান বলেন, মার্কিন পরিবহন সংস্থা অনুমতি বাতিল করেছে। সাতটি চলাচল করলেও পাঁচটি অপেক্ষামাণ রয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের করাচিতে অবতরণের সময় দেশটির রাষ্ট্রীয় বিমানের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। এতে দুইজন ছাড়া বিমানের সকল যাত্রী প্রাণ হারান। এরপরেই ঘটনা তদন্তে বেরিয়ে আসে পাইলটদের ভুয়া লাইসেন্সের বিষয়টি।